হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় বাস-পিকআপ সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ৪

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে আহত বাস চালকের আব্দুল মান্নানের মৃত্যু হয়। 

এর আগে ঘটনাস্থলে নারীসহ দুজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজন। আজ সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ইউনিয়নের লালব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন—চকরিয়া উপজেলা চিরিংগা ইউনিয়নের পালাকাটা গ্রামের জমির আহমদের স্ত্রী রুবিতা আক্তার (২৬), চট্টগ্রামের পাঁচলাইশ হামজারবাগ এলাকার মৃত নুরুল আমিনের ছেলে ও পিকআপ ভ্যানচালক আবদুল শুক্কুর মুন্না (৪০) ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর গ্রামের কবির আহমদের ছেলে বশির মিয়া (৩৫) ও হারবাং ইউনিয়নের জমিদারপাড়ার মৃত শামসুল ইসলামের ছেলে ও বাসচালক আব্দুল মান্নান (৩৫)। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল। এ সময় কক্সবাজারমুখী একটি কোম্পানির ওষুধ পরিবহনের পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপভ্যানের চালক ও এক নারী নিহত হন। গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। 

হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ বলেন, ‘হারবাং লালব্রিজের অদূরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমার ইউনিয়নের একজন বাস গাড়ির চালক চট্টগ্রামে নেওয়ার পথে মারা যায়।’ 

চিরিংগা হাইওয়ে থানার (পরিদর্শক) মাহবুবুল হক ভূঞা আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে দুজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস ও পিকআপভ্যান দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন।’

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল