হোম > সারা দেশ > খাগড়াছড়ি

পাঁচ মাসের ব্যবধানে লারমা স্কয়ারে ফের আগুন

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লারমা স্কয়ারে আগুনে পুড়ে গেছে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

পাঁচ মাসের ব্যবধানে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লারমা স্কয়ারে ফের আগুনে পুড়েছে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে লারমা স্কয়ারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় আধা ঘণ্টার বেশি সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

আগুনে মুদি, কাপড়, ফার্মেসি, টেলিকমসহ ১০টি বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। গত বছরের সেপ্টেম্বর মাসে ভয়াবহ আগুনে পুড়ে যায় বাজারের অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান।

ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ নিয়ে তৃতীয়বারের মতো বাজারটি অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত হলো।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লারমা স্কয়ারে আগুনে পুড়ে গেছে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ ও সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

এ বিষয়ে জানতে চাইলে দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১০টির বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৫-৩০ লাখ টাকার মতো ক্ষতি হবে।

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ