হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবির আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় চবির আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আজ শুক্রবার বিকেলে তিনি চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতালে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চবির শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েম মাঝেমধ্যে নড়াচড়া করছেন। গতকাল বৃহস্পতিবার তাঁর সিটি স্ক্যান করা হয়েছে। স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় তাঁর অস্ত্রোপচার না করার সিদ্ধান্ত হয়। সায়েমের চিকিৎসার জন্য গঠিত ছয় সদস্যের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও তাঁর পরিবারের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম রেজাউল করিম।

পার্কভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ১০ নম্বর শয্যায় চিকিৎসাধীন রয়েছেন সায়েম। অপর শিক্ষার্থী মো. মামুন মিয়া ও সাদিদ মাহবুব সুবন্তের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

জানা গেছে, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আহত শিক্ষার্থীদের দেখতে গেলে পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম তাঁকে স্বাগত জানান। তিনি আহত শিক্ষার্থীদের চিকিৎসা কার্যক্রম ও বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত তুলে ধরেন। তিনি চিকিৎসক দলের তত্ত্বাবধানে গৃহীত চিকিৎসা পদক্ষেপ সম্পর্কেও উপদেষ্টাকে অবহিত করেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে তাঁর একান্ত সচিব (যুগ্ম সচিব) ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (স্বাস্থ্য) শেখ ফজলে রাব্বি, চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরীসহ সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আহত শিক্ষার্থীদের শয্যার পাশে দাঁড়িয়ে স্বাস্থ্য উপদেষ্টা তাঁদের শারীরিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি উপস্থিত অভিভাবকদের সান্ত্বনা দেন ও সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে