হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাসের মধ্যে সন্তান প্রসব করলেন ফারেছা 

মো. কাউছার আলম, চট্টগ্রাম

নারায়ণগঞ্জ থেকে গর্ভবতী স্ত্রী ফারেছাকে নিয়ে চকরিয়ায় যাচ্ছিলেন আবদুল্লাহ। যাওয়ার পথে পটিয়ায় বাসের মধ্যেই সন্তান প্রসব করেন ওই নারী। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল রাতে নারায়ণগঞ্জ থেকে রিল্যাক্স পরিবহনের বাসে করে স্ত্রীকে নিয়ে চকরিয়া উপজেলার হাঁসের দিঘি এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন আবদুল্লাহ। রাত আড়াইটার দিকে ফারেছার প্রসববেদনা ওঠে। এ সময় বাসটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরিভাবে প্রবেশ করে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সহকারী সার্জন ডাক্তার রাজিব দে, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মিডওয়াইফ বিবি হালিমা ও শরিফা জেসমিন গিয়ে বাসেই ডেলিভারি সম্পন্ন করেন। পরে নবজাতক ছেলেসন্তান ও মাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রসব-পরবর্তী চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে মা ও সন্তান দুজনেই ভালো আছেন। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে  ছড়িয়ে পড়লে মা ও নবজাতককে দেখতে হাসপাতালে ভিড় জমাচ্ছে উৎসুক মানুষ। 

এ বিষয়ে চিকিৎসক রাজিব দে বলেন, রাতে হঠাৎ করে বেশ কয়েকজন লোক জরুরি বিভাগে আসে। বাসেই প্রসূতির সন্তান প্রসব করানো হয়। পরে হাসপাতালে এনে মা ও সন্তান দুজনকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে দুজনই ভালো আছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। 

হাসপাতালের মিডওয়াইফ বিবি হালিমা ও শরিফা জেসমিন বলেন, `এমন একটি কাজ করেছি, যা নিয়ে আমরাই হতবাক। যদিও এ ব্যাপারে বাসের সবাই সহযোগিতা করেছিলেন। ডেলিভারি বাসে করানো হয়েছিল, কারণ তখন প্রসূতিকে কোথাও নেওয়ার সুযোগ ছিল না। ঝুঁকিপূর্ণ কাজটি সুন্দরভাবে সফল করতে এবং মা ও নবজাতকের সেবা দিতে পেরে আমরা সবাই আনন্দিত।'

নবজাতকের মা ফারেছা বলেন, `এমনভাবে আমার সন্তান হবে তা ভাবতে পারিনি। একদম অপ্রত্যাশিত ঘটনা ঘটল। ওই সময় যেকোনো বিপদ ঘটতে পারত। আমি অনেক অনেক খুশি। আমি ও আমার ছেলে ভালো আছি।'

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ