হোম > সারা দেশ > চট্টগ্রাম

সার্জারি ইউনিটের সামনে দাঁড়ালেই শোনা যাচ্ছে ‘রক্ত লাগবে, রক্ত’

হুমায়ন মাসুদ, চটগ্রাম

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহতের তথ্য নিশ্চিত করেছে পুলিশ। তবে মোট আহতের সঠিক হিসাব কেউ দিতে পারছেন না। 

এখন হাসপাতালটির বার্ন ইউনিটে মোট ৫৭ জন চিকিৎসাধীন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ। 

রফিক উদ্দিন আহমেদ বলেন, চিকিৎসাধীন রোগীদের জন্য রক্তের প্রয়োজন। বিশেষ করে ‘ও নেগেটিভ’ রক্তের দরকার। তিনি বলেন, বার্ন ইউনিটে জায়গা না হওয়ায় আহতদের অন্য ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

সরেজমিনে হাসপাতালটির সার্জারি ইউনিটের সামনে দাঁড়ালেই কিছুসময় পর পর শোনা যাচ্ছে—রক্ত দরকার, রক্ত। 

হাসপাতালের সহকারী পরিচালক রাজিব পালিত জানিয়েছেন, বার্ন ইউনিটে চিকিৎসাধীন তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চট্টগ্রামের সিএমএইচে পাঠানো হয়েছে। 

ঘটনাস্থলে স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত গাউসিয়া কমিটি বাংলাদেশের পাহাড়তলী থানা মানবিক টিমের সহ-লিডার জিএম শরফর উদ্দিন বলেন, যাদের বার্ন ইউনিট ও সার্জারি বিভাগে ভর্তি করা হচ্ছে তাঁদের অনেকেরই রক্তের প্রয়োজন। এ ক্ষেত্রে পজেটিভ রক্ত সহজলভ্য হলেও নেগেটিভ রক্তের দাতা খুব কম। নেগেটিভ রক্তের খুব প্রয়োজন। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত