হোম > সারা দেশ > চট্টগ্রাম

সার্জারি ইউনিটের সামনে দাঁড়ালেই শোনা যাচ্ছে ‘রক্ত লাগবে, রক্ত’

হুমায়ন মাসুদ, চটগ্রাম

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহতের তথ্য নিশ্চিত করেছে পুলিশ। তবে মোট আহতের সঠিক হিসাব কেউ দিতে পারছেন না। 

এখন হাসপাতালটির বার্ন ইউনিটে মোট ৫৭ জন চিকিৎসাধীন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ। 

রফিক উদ্দিন আহমেদ বলেন, চিকিৎসাধীন রোগীদের জন্য রক্তের প্রয়োজন। বিশেষ করে ‘ও নেগেটিভ’ রক্তের দরকার। তিনি বলেন, বার্ন ইউনিটে জায়গা না হওয়ায় আহতদের অন্য ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

সরেজমিনে হাসপাতালটির সার্জারি ইউনিটের সামনে দাঁড়ালেই কিছুসময় পর পর শোনা যাচ্ছে—রক্ত দরকার, রক্ত। 

হাসপাতালের সহকারী পরিচালক রাজিব পালিত জানিয়েছেন, বার্ন ইউনিটে চিকিৎসাধীন তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চট্টগ্রামের সিএমএইচে পাঠানো হয়েছে। 

ঘটনাস্থলে স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত গাউসিয়া কমিটি বাংলাদেশের পাহাড়তলী থানা মানবিক টিমের সহ-লিডার জিএম শরফর উদ্দিন বলেন, যাদের বার্ন ইউনিট ও সার্জারি বিভাগে ভর্তি করা হচ্ছে তাঁদের অনেকেরই রক্তের প্রয়োজন। এ ক্ষেত্রে পজেটিভ রক্ত সহজলভ্য হলেও নেগেটিভ রক্তের দাতা খুব কম। নেগেটিভ রক্তের খুব প্রয়োজন। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির