হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সুমন (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে শহরের লাবণী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটেছে। আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের (পর্যটন সেল) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ।

মৃত সুমন ঢাকার বনশালের নয়াপাড়া এলাকার আবুল কাসেমের ছেলে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের বিচ কর্মী বেলাল হোসেন। তিনি জানান, গতকাল সোমবার পরিবার নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। তাঁরা সৈকত পাড়ের হোটেল কল্লোলে উঠেছিলেন।

এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের (পর্যটন সেল) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘মোহাম্মদ সুমন দুপুরে তাঁর পরিবারের সদস্যদের নিয়ে সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তিনি ঢেউয়ের তোড়ে সাগরে ডুবে যায়। পরে লাইফগার্ড কর্মীরা বেলা ২টার দিকে সুমনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

নিহতদের নিকটাত্মীয় মোহাম্মদ শাহীন বলেন, ‘গোসলের সময় সুমন সাগরের একটু গভীরে চলে গিয়েছিলেন। তিনি যখন ঢেউয়ের চাপে পড়ে যান, তখন লাইফগার্ড কর্মীদের খবর দিতে দিতেই সাগরে ডুবে যায় সে।’ 

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য