হোম > সারা দেশ > চাঁদপুর

আমাকে থানায় নিতে ওসিকে আসতে হবে, সেই ছাত্রদল নেতা কারাগারে

চাঁদপুর প্রতিনিধি

ফরিদগঞ্জে সেই ছাত্রদল নেতা কারাগারে। ছবি: আজকের পত্রিকা

আমি ছাত্রদলের প্রেসিডেন্ট। তাঁকে থানায় নিতে ওসিকে আসতে বলা ইউনিয়ন ছাত্রদলের নেতা শাওন কাবী রিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ (বুধবার) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার শাওন কাবী রিজা ফরিদগঞ্জ উপজেলার ১৬ নম্বর রূপসা (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, একজন কনটেন্ট ক্রিয়েটরকে হয়রানি ও মারধর করে ১৬ নম্বর রূপসা (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন কাবী রিজা। সেই ঘটনায় অভিযোগ পাওয়ার পর রাতে উপজেলার গৃদকালিন্দিয়া এলাকায় তাঁকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ।

এ সময় ওই এলাকার একটি দোকানের সামনে থেকে তাঁকে পুলিশ থানায় নিয়ে যেতে চাইলে বাধা প্রদান, অশোভন আচরণসহ পুলিশের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন তিনি।

এ সময় পুলিশের এক উপপরিদর্শককে ওই ছাত্রদল নেতা বলেন, ‘আমি ছাত্রদলের প্রেসিডেন্ট। আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে বলেন। নাহয়, আমি যাব না।’

এ বিষয়ে ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, সড়কে যানবাহনের গতিরোধ করে মারধর এবং একই সঙ্গে পুলিশের কাজে বাধা প্রদান করায় তাঁর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। সেই মামলায় কাবীকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নজরে আসে কেন্দ্রীয় ও চাঁদপুর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের। এ ঘটনায় আজ কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত পত্রে শাওন কাবী রিজাকে ১৬ নম্বর রূপসা (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়।

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা