হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

স্ত্রীর বাবাকে দায়ী করে ফেসবুক লাইভে এসে যুবকের বিষপান

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

স্ত্রীর বাবাকে দায়ী করে ফেসবুক লাইভে এসে বিষপান করেন আরফান হাসান সাকিব (২০) নামে এক যুবক। আজ রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন দৌলতপুরে তাঁর নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটান ওই যুবক। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। 

আরফান হাসান রাকিব দৌলতপুর গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। 

স্থানীয় লোকজন বলছেন, কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আরফান হাসান রাকিবের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল একই ইউনিয়নের পূর্ব কৃষ্ণনগর গ্রামের মফিজুল ইসলামের মেয়ে মাহিমা আক্তারের। তিন মাস আগে তাঁদের কোর্ট ম্যারেজ হয়। কোর্ট ম্যারেজ হওয়ার পর তাঁদের বিয়ে মেনে নেবেন বলে মাহিমার মা তাঁদের বাড়িতে নিয়ে যান। পরে মাহিমার বাবা তাঁদের এই বিয়ে মেনে নেবেন না বলে জানান। এই ঘটনায় আজ রোববার দুপুরে নিজের ফেসবুক থেকে লাইভে এসে স্ত্রীর বাবা ও মাকে দায়ী করে বিষপান করেন রাকিব। 

এদিকে বিষপানের পর স্থানীয় লোকজন বিষয়টি টের পেলে ঘরের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠান। 

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ছেলে এবং মেয়ে দুজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মেয়ের পরিবার তাদের এই সম্পর্ক মেনে না নেওয়ায় ওই যুবক বিষপানে আত্মহত্যা চেষ্টা করেছে। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।’ 

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির