হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে ভোটের সহিংসতায় একজন নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় হামলা, অবরোধ ও ভাঙচুরের মধ্য দিয়ে শেষ হয়েছে ভোট গ্রহণ। সকাল থেকে উপজেলায় কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও শেষ মুহূর্তে ছুরিকাঘাতে সফুর আলম নামে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার ঈদগাঁওর পশ্চিম পোকখালী ৪ নম্বর ওয়ার্ডে।

নিহত ব্যক্তি টেলিফোন প্রতীকের সমর্থক এবং পশ্চিম পোকখালী ৪ নম্বর ওয়ার্ডের মামমোরা পাড়া এলাকার নুর উদ্দিনের ছেলে।

জানা যায়, দেলোয়ার নামে টেলিফোন প্রতীকের অপর এক সমর্থককে আটক করে রাখে প্রতিপক্ষ মোটরসাইকেল প্রতীকের সমর্থকেরা। এ খবর পেয়ে তাঁকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন ওই যুবক।

দেলোয়ার জানান, তিনি একটি বাড়িতে খাবার খেতে গেলে সেখানে তাঁকে মোটরসাইকেল প্রতীকের সমর্থকেরা আটকে রাখে। খবর পেয়ে তাঁকে উদ্ধারে ছুটে গেলে সেখানে সফুর আলমকে ছুরিকাঘাত করা হয়। পরে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি