হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে আবারও সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা সদর বিবিরহাট খাজা গাউসিয়া মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজি অটোরিকশা রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি চা-পাতা বহনকারী লরিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশায় থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। সেখান থেকে তাঁদের উদ্ধার করে নাজিরহাটের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে মুহাম্মদ হেদায়েতুল্লাহ (৬৪) নামের এক বৃদ্ধ মারা যান। আহত অপর দুজনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

নিহত হেদায়েতুল্লাহ কুমিল্লা জেলার চাঁদপুর থানার মৃত আবদুল গণির ছেলে। কামলা হিসেবে কাজ খোঁজার জন্য ফটিকছড়িতে এসেছিলেন। অন্যদিকে আহত দুই ব্যক্তি হলেন মুহাম্মদ রাজু (২৫) ও মুহাম্মদ কাইয়ুম (২৫)। 

উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক টুম্পা ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি আটক করা হয়েছে। হতাহতদের পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, এর আগে সোমবার দুপুরে উপজেলার ভুজপুরে খৈয়াপুকিয়া সড়কে নসিমন-করিমনের মুখোমুখি সংঘর্ষে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল