হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মোটরসাইকেলে তুলে সাবেক আ.লীগ নেতাকে অপহরণ, দুদিনেও মেলেনি সন্ধান

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মোটরসাইকেলে সাবেক আওয়ামী লীগ নেতা ছৈয়দুল আলম তালুকদারকে তুলে নেওয়া হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামে দিনেদুপুরে মোটরসাইকেলে তুলে নেওয়ার দুদিন পরেও সাবেক আওয়ামী লীগ নেতা ছৈয়দুল আলম তালুকদারের (৬৫) সন্ধান মেলেনি।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টা ৬ মিনিটে নগরের বহদ্দারহাটের সিটি করপোরেশনের শৌচাগার সংলগ্ন জায়গা থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর রোববার (২৭ অক্টোবর) রাত ১১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ওই ব্যক্তি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। নগরীর বহদ্দারহাটে তিনি পরিবার নিয়ে থাকতেন।

নিখোঁজ ছৈয়দুল আলমের পরিবারের সঙ্গে আজকের পত্রিকার কথা হয়। তাঁরা বলেন, ঘটনার দিন দুপুরে ছৈয়দুল আলমকে এলাকার পরিচিত সেলিম নামে এক ব্যক্তি ব্রিক ফিল্ডের ব্যবসার টাকা লেনদেনের কথা বলে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁকে (ছৈয়দুল আলম) মাঝখানে বসিয়ে জোরপূর্বক নিয়ে যায়। এলাকার একটি সিসিটিভি ফুটেজে ঘটনাটি ধরা পড়ে। ওইদিন নিখোঁজের ঘটনায় পাঁচলাইশ থানায় জিডি করা হয়। এরপর সারাদিন ওনার কোনো খোঁজ পাওয়া যায়নি। রোববার (২৭ অক্টোবর) অপহরণকারীরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি আমরা মামলা হিসেবে নিয়েছি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য ইতিমধ্যে আমাদের অফিসারেরা কাজ শুরু করেছেন।’

ছৈয়দুল আলমের ছেলে মইনুদ্দিন বলেন, বাবা আওয়ামী লীগ করলেও কখনো কারোর সঙ্গে বিরোধ ছিল না। তিনি তাঁর ব্যবসা নিয়ে থাকতেন। অপহরণ হওয়ার পর এখনো তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করতে না পারায় পরিবারের সব সদস্য দুশ্চিন্তায় রয়েছেন।

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার