হোম > সারা দেশ > চট্টগ্রাম

কেন্দ্রের বাইরে ইভিএম, অভিযুক্ত যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে কেন্দ্রের বাইরে ইভিএম মেশিনের ব্যালট নিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার রাতে বোয়ালখালী থানায় মামলাটি দায়ের করা হয়।ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রভাষক সজল দাশ বাদী হয়ে দায়ের করা মামলায় একমাত্র করা হয় আসামি হলেন নির্মলেন্দু দে সুমন। তিনি শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। 

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘প্রিসাইডিং অফিসারের দায়ের করা মামলাটি রুজু করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা রমনীমোহন উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রের ৪ নম্বর বুথের ইভিএম মেশিন পরিবর্তন করে ভোট গ্রহণ কার্যক্রম শুরু করা হয়। নষ্ট ইভিএমসহ একটি ব্যালট ইউনিট ৪ নম্বর বুথের পেছনে রাখা হয়। ব্যালট ইউনিটটি বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে চুরির হয়ে যায়। এরপর তাৎক্ষণিকভাবে অনুসন্ধান চালিয়ে তা উদ্ধার করা হয়। 

উল্লেখ্য, গতকাল বোয়ালখালী উপজেলা পরিষদ উপনির্বাচনে ভোট গ্রহণের সময়ে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা রমনীমোহন উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের ৪ নম্বর বুথে ব্যালট ইউনিট কেন্দ্রের বাইরে নিয়ে যান ইউনিয়ন যুবলীগ নেতা নির্মলেন্দু দে সুমন। এ ঘটনায় পুলিশ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রতন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু