হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার উপকূলে বেড়িবাঁধে ভাঙন, ১৫০ ঘরবাড়ি বিধ্বস্ত

কক্সবাজার প্রতিনিধি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সামুদ্রিক জোয়ার ও জলোচ্ছ্বাসে কক্সবাজারের উপকূল এলাকার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কুতুবদিয়া, মহেশখালী, সদর, চকরিয়া, পেকুয়া এবং টেকনাফের কয়েকটি স্থানে বেড়িবাঁধ উপচে লোনা পানি ঢুকেছে লোকালয়ে। এসব এলাকায় অন্তত অর্ধশত গ্রাম জোয়ার-ভাটার কবলে পড়েছে। বেশির ভাগ এলাকায় চিংড়ির ঘের পানির নিচে তলিয়ে গেছে। 

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দুই দিন ধরে সাগরে তিন থেকে চার ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। জোয়ারের পানির তোড়ে টেকনাফের শাহপরীর দ্বীপ, কুতুবদিয়া, সদর উপজেলার ভারুয়াখালী, মহেশখালী উপজেলার সিকদারপাড়া, মাতারবাড়ী ও ধলঘাটা এলাকায় কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। সামুদ্রিক জলোচ্ছ্বাসে জেলায় এ পর্যন্ত পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পাউবো জানিয়েছে। 

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরারটেক, কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়া, মোস্তাকপাড়া, ফদনার ডেইল, নুনিয়ারছড়া, পেকুয়া উপজেলার উজানটিয়া ও রাজাখালী, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলার কয়েকটি গ্রামে জোয়ারের পানি ঢুকে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। জোয়ারের তোড়ে সেন্ট মার্টিন দ্বীপের কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। 

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাশ আজকের পত্রিকাকে বলেন, ঘূর্ণিঝড় রিমালে জেলার উপকূলীয় এলাকায় ১৫৩টি কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মহেশখালীতে গাছ পড়ে এক ব্যক্তি আহত হয়েছেন। দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের জন্য ৬৩ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের