হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় ইউপি চেয়ারম্যানের ভাতিজাকে কোপাল দুর্বৃত্তরা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারার জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিছের ভাতিজা জিসান উদ্দিনকে (১৮) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে জুঁইদণ্ডী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

আহত জিসান বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনার সময় জিসানের সঙ্গে থাকা নীরব হোসেন বলেন, ‘ইফতারের পর জিসানসহ বাড়ি থেকে চৌমুহনী বাজারে যাওয়ার পথে পাঁচ-ছয়জন লোক আমাদের পথরোধ করে। হঠাৎ তারা জিসানকে ধারালো দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় দুজন আমার মুখ চেপে ধরে। তারা চলে গেলে আমি চিৎকার করলে লোকজন এসে আমাদের উদ্ধার করে। জিসানকে মারাত্মক আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিছ বলেন, ‘পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে প্রতিপক্ষের লোকজন আমার ভাতিজার ওপর হামলা করেছে। জিসানের অবস্থা খারাপ। আমরা আইনগত ব্যবস্থা নেব।’

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন আহমেদ বলেন, জুঁইদণ্ডীতে এক কলেজ শিক্ষার্থীর ওপর হামলার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫