হোম > সারা দেশ > নোয়াখালী

সুস্থ অবস্থায় মাদ্রাসায় যাওয়ার পরদিন ছাত্রের লাশ 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নে শাহ পরান (৯) নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি শাহ পরানকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, নিহতের মৃতদেহ ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। 

পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত শিশু শাহ পরান রসুলপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আবদুর রহিমের ছেলে। সে স্থানীয় আশরাফুল উলুম মাদ্রাসার তৃতীয় জামাতের ছাত্র। 

নিহত শিশুর মা নাছিমা আক্তার জানান, তাঁর সন্তান আশরাফুল উলুম মাদ্রাসায় আবাসিক থেকে পড়ালেখা করত। রোববার বিকেলে তিনি নিজে সুস্থ অবস্থায় ছেলেকে মাদ্রাসায় রেখে আসেন। সোমবার সকাল ১০টার দিকে মাদ্রাসা থেকে জানানো হয় ছেলে অসুস্থ, তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। পরে হাসপাতালে এসে দেখেন ছেলের মৃতদেহ পড়ে আছে। তাঁর দাবি, ছেলেটিকে হত্যা করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। 

এ বিষয়ে মাদ্রাসার সুপার বা মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মাদ্রাসায় গিয়েও দেখা মেলেনি কোনো শিক্ষক বা দায়িত্বশীলদের। 

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রিয়াদ হোসেন জানান, সকালে আশরাফুল উলুম মাদ্রাসার শিক্ষক বেলায়াতে ও কাউসার বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিকভাবে দেখে তাকে মৃত মনে হয়েছিল, তারপরও আমরা তাকে পরীক্ষা নিরীক্ষা করার পর নিশ্চিত হই সে আগেই মারা গেছে। 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ওই শিশুকে সকালে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশে খবর দিলে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫