হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিডিএর উচ্ছেদ অভিযানের প্রতিবাদে কর্ণফুলীতে মানববন্ধন

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীর ব্রিজঘাট বাজারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উচ্ছেদ অভিযানের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলার ব্রিজঘাট কাঁচাবাজার এলাকায় এই মানববন্ধন করা হয়। 

এর আগে গত মঙ্গলবার ও বুধবার ওই এলাকায় কোনো পূর্বঘোষণা ছাড়াই উচ্ছেদ অভিযানে আড়াই শতাধিক দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হন ভুক্তভোগী ব্যবসায়ী ও জমির মালিকেরা। 

এ সময় বক্তারা বলেন, ‘কিছু লোকের ইন্ধনে এবং সিডিএর কতিপয় কর্মকর্তার যোগসাজশে কোনো রকমের ঘোষণা ছাড়াই উচ্ছেদ অভিযান করা হয়েছে। উচ্ছেদের কারণে আড়াই শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা ব্যবসায়ীদের একই জায়গায় আবার পুনর্বাসন চাই।’ 

বক্তারা আরও বলেন, ‘হাজার হাজার মানুষের রুটিরুজি বন্ধের এমন সিদ্ধান্ত সিডিএ কীভাবে নিতে পারল আমরা বুঝতে পারছি না। উচ্ছেদ অভিযান-পরবর্তী এখনো সিডিএ ব্রিজঘাট এলাকায় দেয়াল স্থাপনসহ অন্যান্য কাজ করছে। আমরা সিডিএকে বলব আপনারা কাজ বন্ধ করুন। না হয় আমরা আন্দোলনে নামব।’ 

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম হক, যুবলীগ নেতা মোহাম্মদ নাজিম, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ছৈয়দ আহমদ, কামাল আহমেদ রাজা, ব্যবসায়ী জাহেদুর রহমান, আনোয়ার সাদাত প্রমুখ।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির