হোম > সারা দেশ > চট্টগ্রাম

শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন হয়েছে: পরিকল্পনামন্ত্রী

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নান বলেন, ২০০৯ সালে চরম বিদ্যুৎ ঘাটতির দেশ থেকে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার শতভাগ বিদ্যুতের দেশ। এই অভূতপূর্ব অর্জন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও দূরদর্শী নেতৃত্বের কারণে। শুধু তাই নয়, বঙ্গোপসাগরের মোহনায় প্রায় ৫ কিলোমিটার টানেল দক্ষিণ এশিয়ায় এই প্রথম। মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দর নির্মাণ, পায়রা বন্দর নির্মাণ, পদ্মা সেতু, মেট্রোরেল নির্মাণ এই সরকারের সবচেয়ে বড় অবদান। গতকাল বুধবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পটিয়া উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘লাঞ্ছিত-বঞ্চিত পরবাসী ছিলাম আমরা। সুদৃঢ় নেতৃত্বে নিজস্ব ভূমি উদ্ধার করেছি। বিশ্বের যেকোনো দেশে গেলে এখন মানুষের মুখে মুখে বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতে পাওয়া যায়। এর কারণ একটাই, সেটা বাংলাদেশের উন্নয়ন। বাংলাদেশকে বদলে দেওয়ার মূল কারিগর হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাই দেশের উন্নয়ন-অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার পাশে থাকতে হবে।’

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী পটিয়ার বিষয় তুলে ধরে তিনি বলেন, ‘সাবেক মহকুমা সদর পটিয়া বারবার বঞ্চনার শিকার। আমি আপনাদের আশ্বস্ত করে বলছি, বঞ্চিত পটিয়া যাতে অল্প সময়ের মধ্যে জেলায় রূপান্তর করা যায়, আমি এ বিষয়ে প্রধানমন্ত্রীকে অবগত করব। এ ছাড়া দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তম জনগোষ্ঠীর উচ্চশিক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য পরিকল্পনা করা হবে।’ 

পটিয়া উৎসব কমিটির চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পটিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল করিম চৌধুরী শারুন, বিএফইউজের সহসভাপতি শহিদ উল আলম, সাবেক সাংসদ চেমন আরা তৈয়ব, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, বিএফইউজের সাবেক যুগ্ম সম্পাদক আসিফ সিরাজ, কবি সাংবাদিক রাশেদ রউফ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি মহসিন চৌধুরী, প্রণব বড়ুয়া অর্ণব, অনিন্দ্য টিটু, মিয়া মো. আরিফ, শহিদুল্লাহ শাহরিয়ার প্রমুখ।

অনুষ্ঠানে পটিয়ার বিশিষ্ট ১১ গুণীজনকে ‘পটিয়া রত্ন ঘোষণা করে স্বর্ণপদক সম্মাননা প্রদান করা হয়। স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম, সাবেক ভারপ্রাপ্ত আইজিপি ডা. নসরুল্লাহ খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ জেড এম নাসির উদ্দিন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন, হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, শিল্প উদ্যোক্তা এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ, কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, মীর গ্রুপের চেয়ারম্যান মীর আহমদ সওদাগর। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সংক্ষিপ্ত আলোচনার পর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আকাশে বর্ণিল আলোকোজ্জ্বল দৃষ্টিনন্দন ৫০টি আতশবাজি উৎক্ষেপণ করা হয়। 

আজ ২৪ মার্চ অনুষ্ঠানের শেষ দিনে পটিয়ায় জন্ম নেওয়া ৩৫ কৃতীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। শেষ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী। শেষ দিনে পটিয়ার ৫০ জন বেকার যুবকের কর্মসংস্থানের জন্য ৫০টি রিকশা-ভ্যান ও জনপ্রতি নগদ ৫ হাজার টাকা পুঁজি প্রদান করা হবে। এ ছাড়া বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পূর্তি উপলক্ষে ৫০টি করে আতশবাজি উৎক্ষেপণ করা হবে।

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা

ইয়াবা-কাণ্ডে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রামে অস্ত্রের মুখে ৩৫টি সোনার বার ছিনতাই

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ