হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় ২১ কেজি আইস জব্দ, আটক ৩ 

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের উখিয়ায় ২১ কেজি আইসসহ তিন ব্যক্তিকে আটক করেছে বিজিবি। জব্দ হওয়া আইসের আনুমানিক মূল্য ১০৫ কোটি ৪৫ লাখ টাকা এবং এটি এখন পর্যন্ত জব্দ করা সবচেয়ে বড় চালান বলে জানিয়েছেন ৩৪ বিজিবির অধিনায়ক সাইফুল ইসলাম। 

বিজিবি সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান পরিচালনা করে আইসসহ মাদক কারবারি বুজরুখ ও তাঁর দুই সহযোগীকে আটক করে। আটক বুজরুখ মিয়া (২৮) বালুখালী এলাকার মৃত সিদ্দিক আহমেদের ছেলে। এ ঘটনায় আটক তাঁর দুই সহযোগী হলেন বালুখালীর আব্দুশ শুক্কুরের ছেলে মোহাম্মদ ইসমাইল (২৩) ও পালংখালীর আবুল মণ্ডলের ছেলে ছৈয়দুল বশর (৪০)। 

৩৪ বিজিবির অধিনায়ক সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ বিজিবির আওতাধীন পালংখালী বিওপির একটি দল বিওপির আনুমানিক দেড় কিলোমিটার দক্ষিণে বাংলাদেশের অভ্যন্তরে মাদক পাচার চক্রের উপস্থিতি টের পেয়ে অভিযান চালায়। এ সময় চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যরা ধাওয়া করে তাঁদের আটক করেন। তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির