হোম > সারা দেশ > কক্সবাজার

রামুতে মাদক সেবনে বাধা দেওয়ায় ছোট ভাইয়ের হাতে যুবক খুন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে মাদক সেবনে বাধা দেওয়ায় বাবুল হোসেন (৩০) নামের এক যুবককে তাঁর ছোট ভাই আলী হোসেন (২৪) কুপিয়ে হত্যা করেছেন। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা খোন্দকার পাড়ায় এই ঘটনা ঘটে। তাঁরা দুজন ওই এলাকার নুরুল হকের ছেলে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এই তথ্য জানিয়েছেন। নিহতের স্বজনদের বরাত তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে মাদক সেবনের পর মাতলামি করছিলেন আলী হোসেন। এ সময় স্টেশনে উপস্থিত বড় ভাই বাবুল হোসেন তাঁকে দেখতে পেয়ে বাড়ি চলে যেতে বলেন। এতে সে বড় ভাইয়ের ওপর ক্ষিপ্ত হয়ে বিরূপ আচরণ করে।

ওসি আরও বলেন, এরপর বাবুল একা বাড়ি ফিরছিলেন। পথে বড় ভাইকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কোপ দেন আলী হোসেন। এ সময় তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে আলী হোসেন পালিয়ে যায়। স্থানীয়রা বাবুলকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবু তাহের দেওয়ান বলেন, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত যুবককে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার