হোম > সারা দেশ > কক্সবাজার

রামুতে মাদক সেবনে বাধা দেওয়ায় ছোট ভাইয়ের হাতে যুবক খুন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে মাদক সেবনে বাধা দেওয়ায় বাবুল হোসেন (৩০) নামের এক যুবককে তাঁর ছোট ভাই আলী হোসেন (২৪) কুপিয়ে হত্যা করেছেন। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা খোন্দকার পাড়ায় এই ঘটনা ঘটে। তাঁরা দুজন ওই এলাকার নুরুল হকের ছেলে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এই তথ্য জানিয়েছেন। নিহতের স্বজনদের বরাত তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে মাদক সেবনের পর মাতলামি করছিলেন আলী হোসেন। এ সময় স্টেশনে উপস্থিত বড় ভাই বাবুল হোসেন তাঁকে দেখতে পেয়ে বাড়ি চলে যেতে বলেন। এতে সে বড় ভাইয়ের ওপর ক্ষিপ্ত হয়ে বিরূপ আচরণ করে।

ওসি আরও বলেন, এরপর বাবুল একা বাড়ি ফিরছিলেন। পথে বড় ভাইকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কোপ দেন আলী হোসেন। এ সময় তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে আলী হোসেন পালিয়ে যায়। স্থানীয়রা বাবুলকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবু তাহের দেওয়ান বলেন, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত যুবককে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির