হোম > সারা দেশ > কক্সবাজার

রামুতে মাদক সেবনে বাধা দেওয়ায় ছোট ভাইয়ের হাতে যুবক খুন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে মাদক সেবনে বাধা দেওয়ায় বাবুল হোসেন (৩০) নামের এক যুবককে তাঁর ছোট ভাই আলী হোসেন (২৪) কুপিয়ে হত্যা করেছেন। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা খোন্দকার পাড়ায় এই ঘটনা ঘটে। তাঁরা দুজন ওই এলাকার নুরুল হকের ছেলে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এই তথ্য জানিয়েছেন। নিহতের স্বজনদের বরাত তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে মাদক সেবনের পর মাতলামি করছিলেন আলী হোসেন। এ সময় স্টেশনে উপস্থিত বড় ভাই বাবুল হোসেন তাঁকে দেখতে পেয়ে বাড়ি চলে যেতে বলেন। এতে সে বড় ভাইয়ের ওপর ক্ষিপ্ত হয়ে বিরূপ আচরণ করে।

ওসি আরও বলেন, এরপর বাবুল একা বাড়ি ফিরছিলেন। পথে বড় ভাইকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কোপ দেন আলী হোসেন। এ সময় তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে আলী হোসেন পালিয়ে যায়। স্থানীয়রা বাবুলকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবু তাহের দেওয়ান বলেন, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত যুবককে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

ইয়াবা-কাণ্ডে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ডাকাতি, দুই নিরাপত্তা প্রহরী খুন

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল