হোম > সারা দেশ > চাঁদপুর

শাহরাস্তিতে ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২ 

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তিতে ৪০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ বাজারের মৃত কামাল মিয়ার ছেলে মো. ফরহাদ হোসেন (২২) ও একই এলাকার দক্ষিণপাড়া চৌধুরীবাড়ির সুমন মিয়ার ছেলে মো. আরিফ (১৯)।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে উপজেলার দোয়াভাঙ্গা বাস স্টপেজে কুমিল্লা থেকে চাঁদপুরগামী যাত্রীবাহী রিলাক্স পরিবহনে তল্লাশি চালিয়ে ওই বাসের দুই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের ব্যাগে তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। 

এ সময় গ্রেপ্তারকৃতদের সঙ্গে থাকা একই এলাকার তাবলীগের ছেলে অপু (২০) পালিয়ে যান। 

এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মো. রোকন উদ্দিন বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। 

শাহরাস্তি মডেল থানার ওসি মো. আবদুল মান্নান বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে নিলে তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার