হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছিনতাইয়ের ঘটনায় ১ নারী আহত

চট্রগ্রাম প্রতিনিধি

নগরের ডবলমুরিং থানার মনছুরাবাদ খাদ্য গুদামের সামনে দিনদুপুরে ছুরি মেরে তাসলিমা আক্তার রাণী (৪২) নামের এক নারীর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। 

ছিনতাইয়ের শিকার তাসলিমা নগরীর ডবলমুরিং থানার ঝর্ণা পাড়ার স্থায়ী বাসিন্দা। 

তাছলিমা আক্তার জানান, তিনি তাঁর মেয়েকে নিয়ে রিকশা করে পারিবারিক একটি মামলার ব্যাপারে থানায় যাচ্ছিলেন। এ সময় ৬ / ৭ জন যুবক তাদের রিকশার গতিরোধ করে। পরে তাঁর হাতে ছুরিকাঘাত করে মোবাইল ও স্বর্ণা লঙ্কার লুটে নিয়ে যায় ছিনতাইকারীরা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

তাছলিমা আক্তার রানীর ছোট ভাই মোমিনুল আলম শাহীন বলেন, আমার দুলাভাই তাজুল ইসলাম প্রবাসী। দীর্ঘদিন ধরে বোন দুলাভাইয়ের মধ্যে নানা বিষয় নিয়ে ঝামেলা চলছে। তাই তারা এক বছর ধরে আলাদা থাকেন। বর্তমানে তিনি দেশে এসেছেন এবং আমরা শুনেছি তিনি আরেকটি বিয়েও করেছেন। আর্থিক কিছু বিষয় নিয়ে দুলাভাই আমার ও বোনের নামে মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হেনস্তার চেষ্টা করছেন। তবে আদালত মামলার শুনানিতে আমাকে ও আমার বোনকে জামিন দেন। আমাদের মামলা দিয়ে ফাঁসাতে না পারায় দুলাভাই সম্ভবত নিজের চাচাতো ভাইদের দিয়ে এই কাজ করিয়েছেন। 

নগর পুলিশের পশ্চিম বিভাগের উপকমিশনার মো. আব্দুল ওয়ারিশ বলেন, ‘এখানে যেহেতু ছুরিকাঘাত করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে সেহেতু আমরা এটিকে প্রাথমিকভাবে ছিনতাই হিসেবেই দেখছি। আর সেইভাবেই আমরা তদন্ত চালাব। এর জন্য আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হবে। পারিবারিক কোন বিষয় যদি এখানে থেকে থাকে তবে আমাদের তদন্তেই সেটি বেরিয়ে আসবে। তাছলিমা আক্তারের পরিবার যদিও এটিকে পারিবারিক বিরোধ বলে শঙ্কা প্রকাশ করছেন, তবে পুলিশ তাদের তদন্তকাজ চালাচ্ছে ছিনতাইয়ের ঘটনাকে গুরুত্ব দিয়ে।’

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির