হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ছাত্রদল নেতার বাড়ি

চাঁদপুর ও মতলব উত্তর প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া ছাত্রদল নেতার বাড়ি। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের মতলব উত্তরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের বাড়ি পুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাতে বাগানবাড়ি ইউনিয়নের নবীপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারাবির নামাজের পর রাত ১০টার দিকে জেরিনের বাড়ির পাশে অপরিচিত কয়েকজনকে একটি গাড়িসহ চার-পাঁচটি মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। এর কিছুক্ষণ পর ওই বাড়িতে আগুন লাগে। পরে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে মতলব উত্তর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মতলব উত্তর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর নুরুল কবির বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু এর আগে ঘরে থাকা সব আসবাব পুড়ে ছাই হয়ে যায়।’

জেরিন বলেন, ‘আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। কয়েক দিন ধরে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখি করি। এর সূত্র ধরে আওয়ামী লীগের দোসরেরা আমার বাড়িতে আগুন দিয়েছে।’

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আমি নিজেও গিয়েছি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির