হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে ২ লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার রোহিঙ্গারা। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে ২ লাখ ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ও র‍্যাব। এ ঘটনায় সাত রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার ভোররাতে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদীর মোহনায় অভিযানটি চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইয়াসিন, মো. মোস্তফা, মো. ইলিয়াছ, দীন মোহাম্মদ, মো. সাবের, মো. জাকারিয়া ও আব্দুর রহমান। তাঁরা উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম উল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কোস্ট গার্ড ও র‍্যাব ভোররাতে নাফ নদীর মোহনায় যৌথ অভিযান চালায়। অভিযানকারী দলের সদস্যরা একপর্যায়ে মিয়ানমার থেকে আসা সন্দেহজনক একটি ট্রলারকে থামার সংকেত দেন। এ সময় অভিযান টের পেয়ে মাদক পাচারকারীরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালান। পরে ধাওয়া দিয়ে নৌযানটি আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম বলেন, ট্রলারে থাকা সাত রোহিঙ্গা মাদক পাচারকারীকে অভিযানকারী দল আটক করতে সক্ষম হয়। পরে ট্রলারটি তল্লাশি করে একটি বস্তা জব্দ করা হয়। ওই বস্তায় ২ লাখ ইয়াবা পাওয়া যায়। শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয় বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার