হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে সাগরে ড্রেজার ডুবে ৮ শ্রমিক নিখোঁজ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে ড্রেজারসহ ডুবে ৮ জন শ্রমিক নিখোঁজ হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তাঁদের কোনো সন্ধান মেলেনি। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের অর্থনৈতিক অঞ্চলে বসুন্ধরা পয়েন্টে বালু তোলার কাজে নিয়োজিত ছিলেন তাঁরা।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্টগার্ডের সদস্যরা সকাল থেকে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। কিন্তু প্রবল স্রোতের কারণে সকাল থেকে উদ্ধারকাজ ব্যাহত হলেও এখন স্রোত কিছুটা কমে এসেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

গতকাল সোমবার রাত ১০টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে এই আট শ্রমিক নিখোঁজ হন। মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন জানান, এখনো নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে।

উপজেলার ১৬ নং সাহেরখালি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ৩ নং বসুন্ধরা এলাকায় বেড়িবাঁধ থেকে ১ হাজার ফুট গভীরে সাগরের মাঝে ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজের বালু উত্তোলনের ড্রেজার মেশিন রাখা ছিল। রাতের ঝড়ে কবলে সেখান থেকে আট শ্রমিক নিখোঁজ হন। মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীরা আজ সকাল থেকে উদ্ধার কাজ চালাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরের জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধির পাশাপাশি ঝোড়ো হাওয়ায় ওই স্থানে রাখা বালু উত্তোলনের ড্রেজার মেশিন সৈকত-২ ডুবে যায়। ড্রেজারে অবস্থানরত শ্রমিক শাহীন মোল্লা (৩৮), ড্রেজার চালক ইমাম মোল্লা (৩২), মাহমুদ মোল্লা (৩২), আলামিন (২১), তারেক, আবুল বশর (৪৫) ও আরও অজ্ঞাত দুইজন নিখোঁজ হন। তাঁদের সবার বাড়ি পটুয়াখালী জেলার জৈনকাঠি মোল্লাবাড়ি থানায়।

বালু উত্তোলনের কাজে নিয়োজিত ড্রেজারে থাকা শ্রমিক আব্দুস সালাম বলেন, ‘ড্রেজারে আমিসহ নয়জন শ্রমিক ছিলাম। প্রাকৃতিক দুর্যোগের কথা শুনে সন্ধ্যা অনুমান ৭টার দিকে আমি ড্রেজার থেকে নেমে নিরাপদ স্থানে চলে আসি। বাকিরা ড্রেজারেই অবস্থান করছিলেন।’

ড্রেজার ম্যানেজার রেজাউল করিম জানান, ঘটনাস্থলে আরও ছয়টি ড্রেজার রাখা ছিল। সতর্কতা সংকেত পেয়ে অন্য শ্রমিকেরা নিরাপদ স্থানে চলে গেলেও দুর্ঘটনায় পতিত ড্রেজারের আট শ্রমিক সেখানেই থেকে গেছেন। 

ড্রেজার ম্যানেজার আরও জানান, ড্রেজারের বালু উত্তোলনকারী শ্রমিকেরা দিন-রাত ড্রেজারেই থাকেন। সেখানে খাওয়া-দাওয়া ও ঘুমেরও ব্যবস্থা রয়েছে। 

ঝড় ও জলোচ্ছ্বাসের কবলে ড্রেজারটি ডুবে যায়। খবর পেয়ে মিরসরাই থানা-পুলিশের একটি টিম রাত ১২টা থেকে ঘটনাস্থলে অবস্থান করছে। 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘সাগরে ড্রেজারসহ ৮ শ্রমিক নিখোঁজের খবর পেয়ে একটি টিম নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। সংশ্লিষ্ট কোস্টগার্ড কমান্ডারকে বিষয়টি মোবাইলে অবগত করে তাঁদের কোনো সহযোগিতা পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করা হয়েছে।’ 

সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন, ‘আমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বালু উত্তোলন কাজে নিয়োজিত একটি ড্রেজার আট শ্রমিক নিখোঁজ হওয়ার কথা শুনেছি। সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবাইকে সতর্ক অবস্থানে চলে যেতে মাইকিং করা হয়েছে। এরপরও তারা কেন নিরাপদ আশ্রয়ে গেল না বুঝতে পারছি না।’

এ বিষয়ে জানতে কোস্টগার্ডের মিরসরাই স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার জহিরুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। 

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, ‘খবর পেয়ে আজ সকাল আমরা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছি। তবে এখনো পর্যন্ত (বিকেল ৪টা পর্যন্ত) কাউকে উদ্ধার করা যায়নি। পানির স্রোত এখন কিছুটা কমে আসায় জাহাজে ডুবুরি দল প্রবেশ করেছে। উদ্ধার অভিযান চলছে।’ 

বিকেল পৌনে ৫টার দিকে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান বলেন, ‘এখনো কোনো লাশ উদ্ধার হয়নি। এখনো আটজন নিখোঁজ রয়েছে।  ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করছে।’

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত