হোম > সারা দেশ > কক্সবাজার

সমুদ্রসৈকতে গোসলে নেমে তরুণের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে মোহাম্মদ সায়মন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে। 

সমুদ্রসৈকতে পর্যটকদের সেবায় নিয়োজিত বিচ কর্মীদের সহকারী সুপারভাইজার মো. বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ নিয়ে গত চার মাসে সমুদ্রসৈকতে গোসলে নেমে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি মাসে দুজন, সেপ্টেম্বর মাসে তিনজন, আগস্টে দুজন, জুলাই ও জুন মাসে একজন সাগরে ভেসে গিয়ে মারা যায়। 

সহকারী সুপারভাইজার মো. বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেলে সমুদ্রসৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট এলাকায় সায়মনসহ চার বন্ধু গোসলে নামেন। তারা টায়ার টিউব নিয়ে গোসলে নেমেছিলেন। 

এ সময় উত্ত‍াল সাগরের ঢেউয়ের চাপে সায়মন টিউব থেকে ছিটকে পড়ে ভেসে যায়। এতে সাগরমুখী স্রোতের টানে সায়মন ভেসে যেতে থাকেন। তার বন্ধুদের চিৎকারে লাইফগার্ড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজ করেও সায়মনের সন্ধান পায়নি।’ 

বেলাল হোসেন বলেন, ‘পরে সৈকতের কলাতলী পয়েন্ট সায়মনের নিথর দেহ ভেসে আসে। লাইফগার্ড কর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সাগরে গোসলে নেমে মৃত্যু হওয়া তরুণের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১