হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটির দুর্গম অঞ্চলে ‘জেএসএস সমর্থককে’ গুলি করে হত্যা

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ির দুর্গম অঞ্চলে গুলি করে হত্যা করা হয়েছে এক মোটরসাইকেল আরোহীকে, যিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থক বলে দাবি করা হচ্ছে।

আজ বুধবার সকালে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের নিউলংকর দাড়িপাড়া গ্রামের মিড পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান।

নিহত সুখেন চাকমা (২০) ওই গ্রামের মঙ্গল চাকমার ছেলে। এঘটনায় তাঁর চাচাতো ভাই বিধুমঙ্গল চাকমার ছেলে সজীব চাকমা (২২) আহত হয়েছেন। তাঁরা দুজনই পেশায় মোটরসাইকেলে যাত্রী পরিবহন করেন।

এবিষয়ে রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অপরজন পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‘এঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এলাকাটি খুবই দুর্গম হওয়ায় আইনি প্রক্রিয়ায় সময় লাগবে।’

এদিকে সুখেন চাকমাকে নিজেদের সমর্থক বলে দাবি করে ঘটনার জন্য আরেক পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছেন জেএসএসের বাঘাইছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ইউপিডিএফ কমান্ডার আপন চাকমার নেতৃত্বে আমাদের সমর্থকদের হত্যা করা হচ্ছে। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তবে এই হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের সাজেক অঞ্চলের সমন্বয়ক আর্জেন্ট চাকমা বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। এ ছাড়া নিউলংকর এলাকায় ইউপিডিএফের কোনো কর্মকাণ্ড পরিচালিত হয় না। আর নিহতের ঘটনাটি তাঁদের অভ্যন্তরীণ বিষয়।’

আগামী ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছরপূর্তি উপলক্ষে বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসমাবেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর দুদিন আগে জনসংহতি সমিতির (জেএসএস) এমন ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সমাবেশ ঘিরে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন তাঁরা। তাই বিভিন্ন পয়েন্টে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার