হোম > সারা দেশ > চট্টগ্রাম

৮ দিন অবরুদ্ধ থাকা পরিবারকে মুক্ত করলেন ইউএনও

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পরিবারকে অবরুদ্ধ থাকার আট দিন পর বেড়া ভেঙে চলাচলের রাস্তা উন্মুক্ত করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

আজ বুধবার বিকেলে উপজেলার কুমিরা ইউনিয়নের দেলিপাড়া এলাকার কেরামত আলী কারিগর বাড়িতে গিয়ে বেড়া ভেঙে চলাচলের পথ উন্মুক্ত করেন ইউএনও মো. শাহাদাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সভাপতি সেকান্দার হোসাইন, অর্থ সম্পাদক সবুজ শর্মা শাকিল, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোর্শেদ হোসেন চৌধুরী, ইউপি সদস্য মো. হারুনুর রশিদ।

ইউএনও শাহাদাত হোসেন বলেন, পারিবারিক বিরোধের জেরে প্রবাসী সেলিমের স্ত্রী ও সন্তানদের ঘরের বাইরের চারদিকে বেড়া দেন তার ভাইয়েরা। এতে চলাচলের পথ অবরুদ্ধ হওয়ায় ঘরে আটকা পড়েছেন বলে জানান প্রবাসী সেলিমের স্ত্রী মনোয়ারা বেগম।

অন্যদিকে সেলিমের ভাই ও মা অভিযোগ করেন মোনোয়ারা তাদের একটি জায়গায় কাজ করতে বাধা দিতে ১৪৫ ধারা জারি করান। তাই ওই ঘরের কাজ বন্ধ আছে। মায়ের থাকার জন্য নিজস্ব ঘর দরকার। তাই তারা সেলিমের ঘরের সামনের উঠোনে সেই ঘর নির্মাণের প্রস্তুতি নিয়েছেন।

ইউএনও আরও বলেন, ‘উভয়ের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি জানতে আজ বুধবার বিকেলে সরেজমিনে ঘটনাস্থলে এসেছি। রাস্তার বেড়া সরিয়ে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের পারিবারিক বিরোধ মেটাতে জায়গা পরিমাপ করে সবাইকে বুঝিয়ে দিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

কুমিরার ইউপি চেয়ারম্যান মো. মোর্শেদ হোসেন চৌধুরী বলেন, ‘প্রবাসীর স্ত্রী অবরুদ্ধ আছেন জানিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু আমাকে তাঁর পক্ষে কেউ অভিযোগ না করায় আমি বিস্তারিত জানতাম না। এখন ইউএনওর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রবাসীর স্ত্রীর চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে।’

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত