কক্সবাজারের চকরিয়া উপজেলায় মুঠোফোনে লুডু খেলাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার সময় কিল-ঘুষিতে নিহত যুবকের হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের কালাচান্দার মায়ের ঘোনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. নুর নবী (৪০)। তিনি পেকুয়া উপজেলা রাজাখালী বৈষ্যঘোনা গ্রামের বদর আলমের ছেলে।
এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে নিহত মো. ইউনুছের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে চকরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় দুজন আসামি হলেন নুর নবী (২৮) ও মৃত নাগু মিয়ার ছেলে জহির আলম (৫০)।
জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হারবাং ইউনিয়নের কালাচান্দার মায়ের ঘোনা এলাকায় মো. ইউনুছসহ কয়েকজন মুঠোফোনে জুয়া খেলছিল। খেলার একপর্যায়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এ সময় নুর নবীসহ আর কয়েকজন মিলে মো. ইউনুছকে কিল-ঘুষি মারে। এতে ঘটনাস্থলে নিহত হন মো. ইউনুছ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘গ্রেপ্তার আসামি নুর নবীকে রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’