হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে উচ্ছেদ অভিযানে ৫ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীতে রাইফেলস ক্লাবের সীমানাপ্রাচীর ভেঙে গড়ে তোলা ১১টি দোকানঘর উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। আজ রোববার কোতোয়ালি থানার আমতল মোড়ে ক্লাবটির পশ্চিম অংশে গড়ে তোলা এসব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। 

জানা যায়, নগরীর আমতল মোড়সংলগ্ন ক্লাবটির সীমানার ওপর কাঁচা-পাকা দোকানঘর নির্মাণ করে ব্যবসা করছিল কিছু অবৈধ দখলদার। উচ্ছেদ অভিযানে ওই দোকানগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জামিউল হিকমাহ। 

সহকারী কমিশনার (ভূমি) জামিউল হিকমাহ আজকের পত্রিকাকে বলেন, ‘অবৈধ দখলকারীরা ক্লাবের সীমানাপ্রাচীর ভেঙে সেখানে দোকান নির্মাণ করে জায়গাটি দীর্ঘদিন ধরে বেদখলে রেখেছিল। আজ (রোববার) অভিযান পরিচালনা করে অবৈধ দখলদার ও দোকানগুলো উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পর সেখানে নতুন করে সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে।’ অভিযানের মাধ্যমে পাঁচ কোটি টাকার সম্পত্তি উদ্ধার সম্ভব হয়েছে বলে জানান তিনি।

উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও আনসার সদস্যরা।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির