চট্টগ্রামের হাটহাজারীতে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার সময় খাগড়াছড়ি মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনই শিশু। বাকি তিনজনের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।
হাটহাজারী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতরা পার্শ্ববর্তী উপজেলার ফটিকছড়ির হতে পারে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।