হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম গণপরিবহনের নতুন ভাড়া কার্যকর, সর্বনিম্ন ভাড়া ১০ টাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় চট্টগ্রামে গণপরিবহনের বর্ধিত ভাড়ার তালিকা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা রেখে গতকাল রোববার নতুন ভাড়ার তালিকা দেওয়া হয়েছে। যা আজ সোমবার থেকে কার্যকর হয়েছে। বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ৩৫ পয়সা বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিআরটিএ চট্টগ্রাম। 

বিআরটিএ চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রোববার নতুন ভাড়ার তালিকা দেওয়া হয়েছে। আজ (সোমবার) থেকে তা কার্যকর করা হবে। তালিকার বাইরে কেউ অতিরিক্ত ভাড়া নিলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আজ থেকে আমাদের মোবাইল কোর্ট মাঠে অভিযান শুরু করেছে। তবে সিএনজি চালিত গণপরিবহনে এই ভাড়া কার্যকর হবে না। তা আগের ভাড়াতেই চলবে।’ 

এদিকে নতুন ভাড়া কার্যকরের পর সোমবার নগরের দামপাড়া এবং পলোগ্রাউন্ড এলাকায় অভিযান পরিচালনা করে বিআরটিএ। অভিযানে দুজন ম্যাজিস্ট্রেট ভাড়ার তালিকা প্রদর্শন না করায় ১০টি বাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তা ছাড়া গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় আরও ৪টি বাসকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

নতুন ভাড়ার তালিকা অনুযায়ী—১ নম্বর রুটে কর্ণফুলী ব্রিজ থেকে নিউ মার্কেট (১০ কিলোমিটার) ২৫ টাকা, ২ নম্বর রুটে কালুরঘাট থেকে নিউ মার্কেট (১৪ কিলোমিটার) ৩৫ টাকা, ৩ নম্বর রুটে ফতেয়াবাদ থেকে নিউমার্কেট (১৪ দশমিক ৫ কিলোমিটার) ৩৬ টাকা, ৪ নম্বর রুটে নিউমার্কেট থেকে ভাটিয়ারি (১৫ কিলোমিটার) ৩৮ টাকা, ৫ নম্বর রুটে নিউমার্কেট থেকে বিমান বন্দর (১৮ দশমিক ৬০ কিলোমিটার) ৪৭ টাকা, ৬ নম্বর রুটে লালদীঘির পাড় থেকে সী বিচ (১৬ দশমিক ৬০ কিলোমিটার) ৪২ টাকা, ৭ নম্বর রুটে কোতোয়ালি থেকে ভাটিয়ারি (১৬ দশমিক ১০ কিলোমিটার) ৪০ টাকা, ৮ নম্বর রুটে নিউ মার্কেট থেকে অক্সিজেন পর্যন্ত (৮ কিলোমিটার) ২০ টাকা, ১০ নম্বর রুটে কালুরঘাট থেকে সী বিচ (২৫ কিলোমিটার) ৬৩ টাকা এবং ১১ নম্বর রুটে ভাটিয়ারি থেকে সী বিচ (২৩ কিলোমিটার) ৫৮ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। 

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড