হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাহাড়ের পাদদেশ থেকে নিরাপদে আসার অনুরোধে মাইকিং

প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি) 

রাঙামাটির কাপ্তাইয়ে গত বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অতিবর্ষণ হয়েছে। ফলে পাহাড় ধসের শঙ্কা রয়েছে। জনগণের নিরাপত্তার জন্য কাপ্তাই উপজেলা প্রশাসনের পরামর্শে বুধবার সন্ধ্যা ৭টা হতে রাত সাড়ে ৯টা পর্যন্ত কাপ্তাই উপজেলার নতুনবাজার, লগগেইট, ঢাকাইয়া কলোনি, জেটিঘাট এবং শিলছড়ি এলাকায় মাইকিং করা হয়েছে। এ সময় জনগণকে নিরাপদ স্থানে আসার অনুরোধ করেছেন কাপ্তাই তথ্য অফিসের কর্মীরা। 

কাপ্তাই তথ্য অফিসার মো. হারুনের নেতৃত্বে তথ্য অফিসের কর্মীরা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থান এবং স্থানীয় আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য প্রচার চালান। 

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, 'বুধবার থেমে থেমে প্রচুর বৃষ্টি হয়েছে, ফলে কাপ্তাইয়ের অনেক জায়গায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারগুলো বেশ ঝুঁকিতে আছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের নির্দেশনায় বিগত দু মাস ধরে এই সব এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছি। আমাদের সঙ্গে কাপ্তাই তথ্য অফিস এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও ছিল। তারই ধারাবাহিকতায় অতি জরুরিভাবে গত বুধবার সন্ধ্যা থেকে রাত অবধি কাপ্তাই তথ্য অফিস প্রচার প্রচারণা চালিয়েছেন যাতে ঝুঁকিতে বসবাসকারীরা স্থানীয় আশ্রয় কেন্দ্রে যেন চলে আসে।' 

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত