হোম > সারা দেশ > নোয়াখালী

নোবিপ্রবির প্রশাসনিক ভবনে আগুন, পুড়েছে অর্ধশতাধিক কম্পিউটার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই ভবনের চতুর্থ তলার তিনটি কক্ষ পুড়ে গেছে। আগুনে এমআইএস কক্ষে থাকা অর্ধশতাধিক কম্পিউটার ও মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ শনিবার সকালে পাঁচতলাবিশিষ্ট প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে ধোঁয়া বের হতে দেখেন নিরাপত্তাকর্মী ও স্থানীয় লোকজন। পরে মাইজদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ সময় আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য। 

নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, শনিবার ভোরের কোনো এক সময় প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওই ভবনের এমআইএস ল্যাব, একটি ডিন কক্ষ ও বাংলা বিভাগের একটি কক্ষ পুড়ে যায়। এ সময় এমআইএস ল্যাবে থাকা অর্ধশতাধিক কম্পিউটার ও সবগুলো কক্ষে থাকা অফিশিয়াল প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করা যায়নি।’ 

উপাচার্য জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করতে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরকে। এ ছাড়া ওই কমিটিতে রয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও বৈদ্যুতিক কর্মকর্তা। 

মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আফসার উদ্দিন বলেন, সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে আগুনের বিষয়টি আমাদের জানানো হয়। খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্তসাপেক্ষে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। 

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪