হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুলিশ পরিচয়ে যুবককে উঠিয়ে নেওয়ার চেষ্টা, সীতাকুণ্ডে প্রতারক গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ পরিচয়ে যুবককে হ্যান্ডকাপ পরিয়ে উঠিয়ে নেওয়ার চেষ্টার সময় এক প্রতারককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাঁকে প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুয়া পরিচয় দেওয়া ওই ব্যক্তির নাম আবদুল করিম। তাঁর বাড়ি বগুড়া জেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। 

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সোমবার রাতে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের কনফিডেন্স সিমেন্ট এলাকার একটি চায়ের দোকানে যান আবদুল করিম। তাঁর হাতে ছিল ওয়াকিটকি ও হ্যান্ডকাপ। নিজেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দেন তিনি। একপর্যায়ে চায়ের দোকানে থাকা এক যুবককে হ্যান্ডকাপ পড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর আচরণ অস্বাভাবিক মনে হলে উপস্থিত লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। তিনি বিষয়টি সীতাকুণ্ড থানা-পুলিশকে জানান। পুলিশ আসার পর ওয়াকিটকিসহ আটক ওই যুবককে প্রতারক হিসেবে চিহ্নিত করেন এবং তাকে থানায় নিয়ে আসেন। 

ভাটিয়ারি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, সীতাকুণ্ড থানার এসআই ফারুকের পরিচয় দিয়ে গত ১০ দিন ধরে ওই যুবকটি এলাকার স্থানীয় মানুষদের হয়রানি করছে। তাদের গ্রেপ্তারের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা হাতিয়ে নিয়েছে। বিষয়টি জানতে এসআই ফারুককে ফোন দিলে তাঁর নাম ব্যবহার করে কোনো প্রতারক এ ধরনের ঘটনা ঘটাচ্ছেন বলে জানান এবং কৌশলে ওই প্রতারককে আটক করে তাকে খবর দিতে বলেন।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক ফারুক জানান, ওই প্রতারক কৌশলে তাঁর পরিচয় ব্যবহার করে এ প্রতারণার ঘটনা ঘটিয়েছে। বিষয়টি ইউপি চেয়ারম্যানের মাধ্যমে অবহিত হওয়ার পর এলাকাবাসীকে সচেতন করার পাশাপাশি প্রতারককে ধরে পুলিশে সোপর্দ করতে অনুরোধ করেন। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, উপপরিদর্শকের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা ওই যুবক একজন প্রতারক। তাকে আটকের পর তার বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড