হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় এবার যুবলীগের ২ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে পটিয়া উপজেলায় দুজন বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে শোকজ করেছেন পটিয়া উপজেলা যুবলীগ। শনিবার পটিয়া উপজেলা যুবলীগের এক জরুরি বর্ধিত সভায় কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুল হক চৌধুরী ও জঙ্গলখাইন ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন সবুজকে শোকজ লেটার পাঠানো হয়েছে। 

তাঁদের আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে শোকজ লেটারের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁদের ব্যাপারে যেকোনো ধরনের পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির। 

ইমরান উদ্দিন বশির আরও বলেন, ‘তাঁদের শোকজের জবাব না পেলে অথবা সন্তোষজনক না হলে আমরা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি জেলা ও কেন্দ্রীয় যুবলীগের কমিটির কাছে তাঁদের নামে নালিশ জানানো হবে। আমরা আশা করছি তাঁরা যুবলীগের নির্দেশনা মেনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।’ 

শনিবার বিকেল সাড়ে ৪টার সময় পটিয়া উপজেলা সদরের গাজী কনভেনশন হলে যুবলীগের আয়োজিত জরুরি বর্ধিত সভার আয়োজন করা হয়। এতে আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশিরের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মাস্টার রিটন নাথ, মোরশেদুল হক, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ ফয়সালসহ প্রমুখ। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল