হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় এবার যুবলীগের ২ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে পটিয়া উপজেলায় দুজন বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে শোকজ করেছেন পটিয়া উপজেলা যুবলীগ। শনিবার পটিয়া উপজেলা যুবলীগের এক জরুরি বর্ধিত সভায় কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুল হক চৌধুরী ও জঙ্গলখাইন ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন সবুজকে শোকজ লেটার পাঠানো হয়েছে। 

তাঁদের আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে শোকজ লেটারের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁদের ব্যাপারে যেকোনো ধরনের পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির। 

ইমরান উদ্দিন বশির আরও বলেন, ‘তাঁদের শোকজের জবাব না পেলে অথবা সন্তোষজনক না হলে আমরা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি জেলা ও কেন্দ্রীয় যুবলীগের কমিটির কাছে তাঁদের নামে নালিশ জানানো হবে। আমরা আশা করছি তাঁরা যুবলীগের নির্দেশনা মেনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।’ 

শনিবার বিকেল সাড়ে ৪টার সময় পটিয়া উপজেলা সদরের গাজী কনভেনশন হলে যুবলীগের আয়োজিত জরুরি বর্ধিত সভার আয়োজন করা হয়। এতে আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশিরের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মাস্টার রিটন নাথ, মোরশেদুল হক, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ ফয়সালসহ প্রমুখ। 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার