হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা মামলা পুলিশের, গ্রেপ্তার ২ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির মিছিলের সময় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন মিয়ার (২২) মৃত্যুর অভিযোগ ওঠার পর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মামলা করেছে পুলিশ।

গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন খান বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০–১২০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও বিএনপি নেতা সাইদুর রহমানকে। 

গতকাল শনিবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা সদরের মোল্লাবাড়ি এলাকায় বিএনপির মিছিলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ। এতে গুলিবিদ্ধ হন বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি নয়ন মিয়া। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ৭টায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১০ জন।

তবে শনিবার সন্ধ্যায় বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, মিছিলকারীরা পুলিশকে দেখে আরও উগ্র হয়ে পড়েন। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ফাঁকা গুলি চালায়। তবে নয়ন কীভাবে গুলিবিদ্ধ হয়েছে সেটি খতিয়ে দেখছেন তারা। 

এই বিষয়ে আজ রোববার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, ‘পুলিশের কাজে বাধা এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে কীভাবে নয়নের মৃত্যু হয়েছে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।’ 

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর