হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুই দিন বন্ধ থাকার পর পটিয়া হাসপাতালে শুরু হয়েছে করোনার নমুনা সংগ্রহ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্টের করোনা পজিটিভ থাকার কারণে দুই দিন বন্ধ থাকার পর করোনার নমুনা সংগ্রহের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার ৪৬ জন রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর আগে হাসপাতালের একমাত্র টেকনোলজিস্ট ও নমুনা সংগ্রাহক দেবাশীষ বড়ুয়া সাজুর শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হওয়ার পর আর কেউ না থাকার কারণে হাসপাতালে করোনার নমুনা সংগ্রহ বন্ধ হয়ে যায় মঙ্গলবার থেকে। 

জানা যায়, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহকারী হিসেবে একমাত্র মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) হিসেবে দেবাশীষ বড়ুয়া সাজু দায়িত্বরত আছেন। তিনি ছাড়া এখন আর কোন ল্যাব টেকনোলজিস্ট নেই যার কারণে নমুনা টেস্ট করানো দুই দিন ব্যাহত বন্ধ ছিল। ফলে উপজেলা জুড়ে করোনা সংক্রমণ ঝড়ের গতিতে বাড়ছে। এ ছাড়া প্যাথলজি বিভাগের অন্যান্য পরীক্ষা ও বন্ধ থাকার কারণে সাধারণ মানুষ এখন চরম ভোগান্তিতে পড়েছে। মঙ্গলবার ও বুধবার এ দুদিন কোন করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়নি।  

হাসপাতাল সূত্রে জানা যায়, করোনার সংক্রমণ বেড়ে যাওয়া এবং একমাত্র নমুনা সংগ্রাহক করোনা আক্রান্ত হওয়ায় সিভিল সার্জন কার্যালয়ে জানানোর পর বৃহস্পতিবার সকাল থেকেই চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের বক্ষব্যাধি ক্লিনিকের শুভ্র চাকমা নামের একজন মেডিকেল টেকনোলজিস্টকে আপাতত এনে নমুনা সংগ্রহের কাজটি সচল করা হয়েছে।  

হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সব্যসাচী নাথ বলেন, দুই দিন বন্ধ থাকার পর করোনার নমুনা সংগ্রহ কার্যক্রম বৃহস্পতিবার হতে পুনরায় শুরু হওয়ায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। 

সব্যসাচী নাথ আরও জানান, হাসপাতালে জনবল সংকট থাকার  সত্ত্বেও করোনার নমুনা সংগ্রহ কার্যক্রম পুনরায় শুরু করেছি। এখন থেকে প্রতিদিন নমুনা সংগ্রহ করা হবে। 

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি