হোম > সারা দেশ > চট্টগ্রাম

আইআইইউসির সাবেক চেয়ারম্যানের দুই দিনের রিমান্ড মঞ্জুর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) অর্থ আত্মসাৎ মামলায় বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সাংসদ আ ন ম মুহাম্মদ সামশুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের আদালতে এ রিমান্ড মঞ্জুর করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক আজকের পত্রিকাকে বলেন, আইআইইউসি'র অর্থ আত্মসাৎ মামলায় সামশুল ইসলামকে গ্রেপ্তারের পর আদালতে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে তাঁর কাছ থেকে আত্মসাৎ করা টাকার তথ্য জানার পাশাপাশি ওই টাকা উদ্ধারের চেষ্টা করা হবে। 

সুমন বণিক আরও বলেন, আইআইইউসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান থাকাকালে বিশ্ববিদ্যালয়ের ৫৫০ জন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর বেতনভাতা এবং প্রভিডেন্ট ফান্ডের প্রায় ১৫ কোটি টাকার গরমিল হয়। এ ঘটনায় অর্থ আত্মসাতের অভিযোগে চলতি বছরের ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হ‌ুমায়ূন কবির বাদী হয়ে অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন। 

এতে সাবেক সাংসদ সামশুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কে এম গোলাম মহিউদ্দিন, ট্রাস্টি বোর্ডের সাবেক ট্রেজারার আহসান উল্লাহ ভূঁইয়া, সাবেক ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ আমিরুজ্জামান, আইআইইউসি ট্রেজারার আবদুল হামিদ চৌধুরী, সহউপাচার্য মো. আলী আজাদী ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুর রহমানসহ ১০ জনকে আসামি করা হয়। 

তাঁদের মধ্যে একটি মামলায় গোয়েন্দা পুলিশ ১০ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে সামশুল ইসলামকে গ্রেপ্তার করেন। এরপর সীতাকুণ্ড থানা-পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ সেপ্টেম্বর অর্থ আত্মসাৎ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির