হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় দ. আফ্রিকা ফেরত ৭ প্রবাসীকে নিয়ে শঙ্কা, একজনকে খুঁজছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া ও বাঞ্ছারামপুর প্রতিনিধি

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকা ফেরত সাতজনের বাড়িতে লাল পতাকা টাঙানোর সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে তাঁদের হোম কোয়ারেন্টিনে রাখারও সিদ্ধান্ত হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন। 

বৈঠকে আখাউড়া স্থলবন্দরে কড়াকড়িভাবে স্বাস্থ্য পরীক্ষা ও যাত্রী পারাপারসহ বাড়তি নজরদারির কথা বলা হয়। 

সভা সূত্রে জানা যায়, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে সাতজন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া এসেছেন। তাঁদের মধ্যে বাঞ্ছারামপুর উপজেলায় একজন, কসবা উপজেলায় তিনজন, নবীনগর উপজেলায় একজন ও সদর উপজেলার দুজন রয়েছেন। 

সভায় উপস্থিত ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন একরাম উল্লাহ বলেন, ‘সভায় করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আলোচনা হয়। এ সময় প্রবাসফেরত সবাইর কোয়ারেন্টিন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকা ফেরত সাতজনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলার ইউএনওদের নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁরা ওই সাতজনের বাড়ি লাল পতাকা দিয়ে চিহ্নিত ও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করবেন।’ 

এদিকে বাঞ্ছারামপুর উপজেলায় ওমিক্রন আক্রান্ত সন্দেহে দক্ষিণ আফ্রিকা ফেরত জনৈক আতিকুর রহমানকে (৪৮) খুঁজছে প্রশাসন। তিনি গত ১৬ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে বাঞ্ছারামপুর আসেন। তাঁর ব্যবহৃত ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। 

বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও রঞ্জিত বর্মণ আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি ১৬ নভেম্বরে সাউথ আফ্রিকা থেকে ফেরেন। তাঁকে আমরা খুঁজে পাচ্ছি না। তাঁর ১৫ দিন কোয়ারেন্টিনে থাকার কথা ছিল। আমরা পুলিশের কাছে তথ্য দিয়েছি। পুলিশ খুঁজে বের করবে। তাঁকে খুঁজে পেলে তাঁর বাড়িতে লাল নিশান টাঙানো হবে।’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী