হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ শিকার, জাল ধ্বংস

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ শিকার করায় জব্দ ৪০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার সন্দ্বীপ চ্যানেলের কুমিরা ঘাটে এই অভিযানের ঘটনা ঘটে। 

সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তর, কোস্টগার্ড ও কুমিরা নৌ পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, বাংলাদেশ কোস্টগার্ড ভাটিয়ারির কন্টিনজেন্ট কমান্ডার বাকী বিল্লাহ, কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া প্রমুখ। 

জাল জব্দের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিত করতে ২০ মে থেকে ২৩ জুলাই সামুদ্রিক মাছ এবং চিংড়ি ও কাঁকড়া আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।’ 

কামাল উদ্দিন বলেন, ‘সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেক জেলে মাছ শিকার করছেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আজ দুপুরে কুমিরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার চরঘেরা জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল সাগরপাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক