চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ শিকার করায় জব্দ ৪০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার সন্দ্বীপ চ্যানেলের কুমিরা ঘাটে এই অভিযানের ঘটনা ঘটে।
সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তর, কোস্টগার্ড ও কুমিরা নৌ পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, বাংলাদেশ কোস্টগার্ড ভাটিয়ারির কন্টিনজেন্ট কমান্ডার বাকী বিল্লাহ, কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া প্রমুখ।
জাল জব্দের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিত করতে ২০ মে থেকে ২৩ জুলাই সামুদ্রিক মাছ এবং চিংড়ি ও কাঁকড়া আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।’
কামাল উদ্দিন বলেন, ‘সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেক জেলে মাছ শিকার করছেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আজ দুপুরে কুমিরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার চরঘেরা জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল সাগরপাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’