হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকায় ওলামা মাশায়েখ সম্মেলন করবে হেফাজত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তিসহ আরও কয়েকটি দাবি নিয়ে মাঠে নামছে হেফাজতে ইসলাম। আগামী ২৮ অক্টোবর ঢাকায় ওলামা মাশায়েখ সম্মেলন করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসায় হেফাজতের নবগঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। 

এ বিষয়ে সংগঠনের যুগ্ম-মহাসচিব মাওলানা মীর ইদ্রিস আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি সরকারের কাছে। ২৮ অক্টোবর ঢাকায় ওলামা মাশায়েখ সম্মেলন হবে। তবে স্থান এখনো ঠিক করা হয়নি।’ সম্মেলনের আগে যদি নেতা-কর্মীদের মুক্তি দেওয়া না হয়, তাহলে কঠোর কর্মসূচি আসবে বলে জানান তিনি। 

মাওলানা মীর ইদ্রিস আরও বলেন, ‘বৈঠকে জেলাসহ বিভিন্ন ইউনিটের কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া জেলায় শানে রিসালাত সম্মেলন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।’ 

হেফাজত ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহাসচিব শায়েখ সাজেদুর রহমান, মুফতি খলিলুর আহমাদ কাসেমী, মাওলানা মাহফুজুল হক, সালাহ উদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা আবদুল আউয়াল, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মুফতি হাবীবুর রহমান কাসেমী, মুফতি মোবারক উল্লাহ, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী প্রমুখ।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে