হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকায় ওলামা মাশায়েখ সম্মেলন করবে হেফাজত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তিসহ আরও কয়েকটি দাবি নিয়ে মাঠে নামছে হেফাজতে ইসলাম। আগামী ২৮ অক্টোবর ঢাকায় ওলামা মাশায়েখ সম্মেলন করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসায় হেফাজতের নবগঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। 

এ বিষয়ে সংগঠনের যুগ্ম-মহাসচিব মাওলানা মীর ইদ্রিস আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি সরকারের কাছে। ২৮ অক্টোবর ঢাকায় ওলামা মাশায়েখ সম্মেলন হবে। তবে স্থান এখনো ঠিক করা হয়নি।’ সম্মেলনের আগে যদি নেতা-কর্মীদের মুক্তি দেওয়া না হয়, তাহলে কঠোর কর্মসূচি আসবে বলে জানান তিনি। 

মাওলানা মীর ইদ্রিস আরও বলেন, ‘বৈঠকে জেলাসহ বিভিন্ন ইউনিটের কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া জেলায় শানে রিসালাত সম্মেলন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।’ 

হেফাজত ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহাসচিব শায়েখ সাজেদুর রহমান, মুফতি খলিলুর আহমাদ কাসেমী, মাওলানা মাহফুজুল হক, সালাহ উদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা আবদুল আউয়াল, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মুফতি হাবীবুর রহমান কাসেমী, মুফতি মোবারক উল্লাহ, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী প্রমুখ।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার