হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম আসছেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ উপলক্ষে তিনি দিনব্যাপী বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন।

সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি বন্দরের কার্যক্রম পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) বন্দরের অপারেশনাল কার্যক্রম ঘুরে দেখবেন। বন্দর কর্মকর্তারা তাঁকে চলমান কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে ব্রিফিং করবেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, প্রধান উপদেষ্টা সকাল সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত বন্দরে অবস্থান করবেন। তিনি বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

বন্দর-সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল, লালদিয়া টার্মিনাল, এনসিটিতে বিদেশি বিনিয়োগে আসার বিষয়টি প্রক্রিয়াধীন। এমন সময়ে প্রধান উপদেষ্টার চট্টগ্রাম বন্দর সফর খুবই গুরুত্ব বহন করবে।

এ ছাড়া প্রধান উপদেষ্টা চট্টগ্রাম সার্কিট হাউসে নগরীর জলাবদ্ধতা-সংক্রান্ত ব্রিফিং এবং আলোচনা, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের জন্য জমি বরাদ্দের দলিল হস্তান্তর, অক্সিজেন থেকে হাটহাজারী পর্যন্ত সড়ক উন্নয়ন-সংক্রান্ত ব্রিফিং এবং আলোচনা করবেন।

সার্কিট হাউসে তিনি কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। এই সেতু চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়া উপজেলার একটি অংশসহ কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে বসবাসকারী বিশাল জনগোষ্ঠীর বহুল প্রতীক্ষিত সেতু।

বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি তাঁর পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন তিনি।

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা