হোম > সারা দেশ > কক্সবাজার

‘ভিডিও ধারণ’ নিয়ে বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক নিহত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের টেকনাফে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছে, মোবাইল ফোনে ভিডিও ধারণকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জেরে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়ের সাঈদ। গতকাল বুধবার আনুমানিক রাত ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোহাম্মদ সালমান (২৭)। তিনি ওই এলাকার হাফেজ আব্দুল খালেকের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছেন, নাটমোড়াপাড়ার জনৈক হেলালের দোকানে মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিওর জের ধরে স্থানীয় যুবক জাফর ওরফে মাইক জাফরের সঙ্গে সালমানের বাগ্‌বিতণ্ডা হয়। 

ঘটনার বর্ণনায় প্রত্যক্ষদর্শী সালমানের চাচাতো ভাই মোহাম্মদ আতিক আজকের পত্রিকাকে বলেন, ‘রাতের খাবার খেয়ে পান খাওয়ার জন্য আমি ও সালমান হেলালের দোকানে যাই। এ সময় হঠাৎ মদ্যপ অবস্থায় জাফর এসে সালমানকে গালিগালাজ করতে করতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আমরা তাৎক্ষণিক সালমানকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।’

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জুবায়ের সাঈদ বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত