হোম > সারা দেশ > চাঁদপুর

ইজিবাইকে পুত্রসন্তানের জন্ম, ডিসেম্বরে জন্ম বলে নাম রাখা হলো বিজয়

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রসব বেদনা নিয়ে ইজিবাইকে করে চাঁদপুরের মতলব দক্ষিণের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন এক অন্ত্বসত্তা। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মতলব পৌরসভার সামনে তাঁর কোল জুড়ে আসে এক পুত্র সন্তান। বিজয়ের মাসে জন্ম নেওয়ায় ওই শিশুর নাম রাখা হয়েছে বিজয়। 

এই মায়ের চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি উপহার সামগ্রী নিয়ে হাজির হন মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন। ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ওই মায়ের নাম রুমা আক্তার (২৮)। তিনি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আলিয়ারা গ্রামের কৃষক মনির হোসেনের স্ত্রী। 

খোঁজ নিয়ে জানা যায়, প্রসব শুরু হলে তাৎক্ষণিকভাবে গাড়িটি পর্দায় ঢেকে সঙ্গে থাকা এক নারী ওই নরমাল ডেলিভারি সম্পন্ন করেন। পরে পৌর মেয়রের সহযোগিতায় প্রসূতি মা ও শিশুকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পৌর মেয়রের পক্ষ থেকে নবজাতক শিশুর জন্য উপহার সামগ্রী (বেবীসেট, জামা কাপড় কম্বল) নিয়ে হাজির হন। 

নবজাতকের বাবা-মায়ের সম্মতিতে বিজয়ের মাসে শিশুটি জন্ম নেওয়ায় নাম রাখা হয়েছে বিজয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম কাওছার হিমেল বলেন, বিষয়টি আমি জেনেছি। মা ও নবজাতক উভয়ই সুস্থ ও ভালো আছে। 

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪