হোম > সারা দেশ > চাঁদপুর

ইজিবাইকে পুত্রসন্তানের জন্ম, ডিসেম্বরে জন্ম বলে নাম রাখা হলো বিজয়

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রসব বেদনা নিয়ে ইজিবাইকে করে চাঁদপুরের মতলব দক্ষিণের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন এক অন্ত্বসত্তা। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মতলব পৌরসভার সামনে তাঁর কোল জুড়ে আসে এক পুত্র সন্তান। বিজয়ের মাসে জন্ম নেওয়ায় ওই শিশুর নাম রাখা হয়েছে বিজয়। 

এই মায়ের চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি উপহার সামগ্রী নিয়ে হাজির হন মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন। ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ওই মায়ের নাম রুমা আক্তার (২৮)। তিনি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আলিয়ারা গ্রামের কৃষক মনির হোসেনের স্ত্রী। 

খোঁজ নিয়ে জানা যায়, প্রসব শুরু হলে তাৎক্ষণিকভাবে গাড়িটি পর্দায় ঢেকে সঙ্গে থাকা এক নারী ওই নরমাল ডেলিভারি সম্পন্ন করেন। পরে পৌর মেয়রের সহযোগিতায় প্রসূতি মা ও শিশুকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পৌর মেয়রের পক্ষ থেকে নবজাতক শিশুর জন্য উপহার সামগ্রী (বেবীসেট, জামা কাপড় কম্বল) নিয়ে হাজির হন। 

নবজাতকের বাবা-মায়ের সম্মতিতে বিজয়ের মাসে শিশুটি জন্ম নেওয়ায় নাম রাখা হয়েছে বিজয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম কাওছার হিমেল বলেন, বিষয়টি আমি জেনেছি। মা ও নবজাতক উভয়ই সুস্থ ও ভালো আছে। 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে