হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রাস্তায় আশ্রয় নেওয়া বন্যাদুর্গতদের বাড়িঘর করে দেওয়া হবে: ধর্ম উপদেষ্টা

লক্ষ্মীপুর প্রতিনিধি

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বন্যায় যাদের বাড়িঘর পানিতে ভেসে গেছে। যারা রাস্তার ওপর থাকেন। তাঁদের ছোটখাটো বাড়িঘর করে দেওয়া হবে। জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করবেন।

খালিদ হোসেন বলেন, ‘দুর্যোগ-দুর্দিনে বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের পাশে আছে এবং থাকবে। আলেম সমাজও আপনাদের পাশে আছে।’

আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সদরের তেওয়ারিগঞ্জ ইউনিয়নের আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণের অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘বন্যার্ত মানুষের সহায়তায় সরকার ত্রাণসামগ্রী ও শুকনা খাবার বিতরণ করছে। এমনকি তাঁদের কাপড়-চোপড় সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া তাঁদের বিনা মূল্যে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সরকারের পাশাপাশি আসসুন্নাহ ফাউন্ডেশন, বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও কর্মীরাও বন্যাদুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বলে জানান খালিদ হোসেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘বন্যায় যাদের বাড়িঘর পানিতে ভেসে গেছে। যারা রাস্তার ওপর থাকেন। তাঁদের ছোটখাটো বাড়িঘর করে দেওয়া হবে। জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করবেন।’ তিনি আরও বলেন, ‘স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয় করছেন।’

ত্রাণ বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার তারেক বিন রশীদ প্রমুখ।

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী