হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রাস্তায় আশ্রয় নেওয়া বন্যাদুর্গতদের বাড়িঘর করে দেওয়া হবে: ধর্ম উপদেষ্টা

লক্ষ্মীপুর প্রতিনিধি

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বন্যায় যাদের বাড়িঘর পানিতে ভেসে গেছে। যারা রাস্তার ওপর থাকেন। তাঁদের ছোটখাটো বাড়িঘর করে দেওয়া হবে। জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করবেন।

খালিদ হোসেন বলেন, ‘দুর্যোগ-দুর্দিনে বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের পাশে আছে এবং থাকবে। আলেম সমাজও আপনাদের পাশে আছে।’

আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সদরের তেওয়ারিগঞ্জ ইউনিয়নের আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণের অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘বন্যার্ত মানুষের সহায়তায় সরকার ত্রাণসামগ্রী ও শুকনা খাবার বিতরণ করছে। এমনকি তাঁদের কাপড়-চোপড় সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া তাঁদের বিনা মূল্যে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সরকারের পাশাপাশি আসসুন্নাহ ফাউন্ডেশন, বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও কর্মীরাও বন্যাদুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বলে জানান খালিদ হোসেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘বন্যায় যাদের বাড়িঘর পানিতে ভেসে গেছে। যারা রাস্তার ওপর থাকেন। তাঁদের ছোটখাটো বাড়িঘর করে দেওয়া হবে। জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করবেন।’ তিনি আরও বলেন, ‘স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয় করছেন।’

ত্রাণ বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার তারেক বিন রশীদ প্রমুখ।

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির