হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

কোপা ফাইনালের পাঁচ দিন পর ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি, আহত ৫

প্রতিনিধি, সদর (ব্রাহ্মণবাড়িয়া) 

১১ জুলাই কোপা আমেরিকা কাপের ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা। ম্যাচটিতে ১-০ গোলে জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে মেসির দল। কোপা আমেরিকার রেশ কেটে গেলেও এখনো উত্তাপ রয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ায়। বৃহস্পতিবার রাতে সংঘর্ষে জড়িয়েছেন ব্রাজিল ও আর্জেন্টিনা দলের সমর্থকেরা। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন মিনার মিয়া, মো. আলম, রবিউল, জালাল মুন্সী ও ফুরকান মুন্সী। তাঁদের মধ্যে মিনার মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাছিহাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল জানান, কোপা আমেরিকা টুর্নামেন্টের ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় খেওয়াই গ্রামের সরদারবাড়ির শিপন (১৯) ও মুন্সীবাড়ির হৃদয়ের (১৮) মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। হৃদয় আর্জেন্টিনা ও শিপন ব্রাজিল দলের সমর্থক। এ ঘটনার জেরে রাত ৮টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। সকালে গ্রামে পুলিশ এসেছে। এখন গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে কোপা আমেরিকার ফাইনালের এই ম্যাচ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে জেলা পুলিশ। ফলে ফাইনালের দিন এই জেলায় কোনো অঘটন ঘটেনি। পুরো জেলায় মোতায়েন করা হয় পাঁচ শতাধিক পুলিশ সদস্য।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির