হোম > সারা দেশ > চাঁদপুর

গণপিটুনিতে নিহত সেই সেলিম চেয়ারম্যানের পিস্তল উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি

গত ৫ আগস্ট সরকার পতনের দিন চাঁদপুরে গণপিটুনিতে নিহত সাবেক চেয়ারম্যান সেলিম খানের লুণ্ঠিত অস্ত্র–গুলি উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার
যৌথবাহিনীর অভিযানে সদর উপজেলার সাপদি গ্রামের একটি বাঁশঝোপ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। 

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর ওই এলাকায় গণপিটুনিতে মারা যান লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে শান্ত খান। ওই সময় দুর্বৃত্তরা লুট করে নেওয়া শটগান পরে থানায় জমা হলেও পিস্তলটি উদ্ধার হয়নি। 

সরকার ঘোষিত গত ৩ সেপ্টেম্বর লাইসেন্সকৃত অস্ত্র ও গোলাবারুদ জমার শেষদিন পর্যন্ত জেলায় ১২২টি অস্ত্র–গোলাবারুদের মধ্যে ১২১টি জমা হয়। বাদ ছিলে সেলিম খানের খোয়া যাওয়া পিস্তলটি। অবশেষে সেটিও উদ্ধার হয়েছে। 

এ বিষয়ে এসপি মুহম্মদ আব্দুর রকিব আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এই ৯ এম. এম. পিস্তল, একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে সদর মডেল থানায় রক্ষিত পাবলিক গান রেজিস্ট্রার যাচাই বাছাই করে জানা গেল, উদ্ধারকৃত পিস্তল ও গুলি সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সেলিম খানের। এই ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু