হোম > সারা দেশ > চাঁদপুর

গণপিটুনিতে নিহত সেই সেলিম চেয়ারম্যানের পিস্তল উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি

গত ৫ আগস্ট সরকার পতনের দিন চাঁদপুরে গণপিটুনিতে নিহত সাবেক চেয়ারম্যান সেলিম খানের লুণ্ঠিত অস্ত্র–গুলি উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার
যৌথবাহিনীর অভিযানে সদর উপজেলার সাপদি গ্রামের একটি বাঁশঝোপ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। 

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর ওই এলাকায় গণপিটুনিতে মারা যান লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে শান্ত খান। ওই সময় দুর্বৃত্তরা লুট করে নেওয়া শটগান পরে থানায় জমা হলেও পিস্তলটি উদ্ধার হয়নি। 

সরকার ঘোষিত গত ৩ সেপ্টেম্বর লাইসেন্সকৃত অস্ত্র ও গোলাবারুদ জমার শেষদিন পর্যন্ত জেলায় ১২২টি অস্ত্র–গোলাবারুদের মধ্যে ১২১টি জমা হয়। বাদ ছিলে সেলিম খানের খোয়া যাওয়া পিস্তলটি। অবশেষে সেটিও উদ্ধার হয়েছে। 

এ বিষয়ে এসপি মুহম্মদ আব্দুর রকিব আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এই ৯ এম. এম. পিস্তল, একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে সদর মডেল থানায় রক্ষিত পাবলিক গান রেজিস্ট্রার যাচাই বাছাই করে জানা গেল, উদ্ধারকৃত পিস্তল ও গুলি সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সেলিম খানের। এই ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে