হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে এক যুগ আগের মাদক মামলায় মাইক্রোচালকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মাদক মামলায় আসাদুজ্জামান বাপ্পী (৪০) নামের এক মাইক্রোবাসচালককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রায় এক যুগ আগের একটি মাদক মামলায় আজ সোমবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞার আদালত আসামির অনুপস্থিতিতে এই রায় দেন। দণ্ডিত ব্যক্তি কুমিল্লার কোতোয়ালি থানার বাসিন্দা।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোহাম্মদ নোমান চৌধুরী এই তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, এই মামলায় রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারায় আদালত এই রায় দেন। রায়ে যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১২ সালে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পুরোনো রেলওয়ে স্টেশনসংলগ্ন জায়গায় একটি মাইক্রোবাস থেকে ৫৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব। এর আগে মাইক্রোবাস থেকে নেমে পালানোর সময় আসাদুজ্জামান বাপ্পীকে আটক করা হয়। পরে তাঁর দেখানোমতে মাইক্রোবাস থেকে এসব ফেনসিডিল জব্দ করা হয়। ওই ঘটনায় র‍্যাব-৭-এর তৎকালীন ডিএডি কাজী মিজানুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলায় গ্রেপ্তারের পর আসামি জামিনে বের হয়ে পলাতক রয়েছেন।

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি