হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে শাশুড়ি হত্যা মামলায় মেয়ের জামাই কারাগারে

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

হেলাল উদ্দিন মানিক। ছবি: সংগৃহীত

শাশুড়ি হত্যা মামলায় চট্টগ্রামের আনোয়ারায় পলাতক মেয়ের জামাই হেলাল উদ্দিন মানিককে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার রাতে কক্সবাজারের হোটেল-মোটেল জোন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গ্রেপ্তার মানিক ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন। র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তারের পর আজ সকালে তাঁকে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, প্রেমের সম্পর্কে নিজের ফুফাতো বোনকে বিয়ে করেন তিনি। তাঁদের সংসারে এক বছরের একটি ছেলে রয়েছে। স্ত্রী একটি পোশাক কারখানায় চাকরি করেন। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ও পারিবারিক কলহের জেরে গত ৯ মার্চ শাশুড়ির মাথায় গাছ দিয়ে আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলে মারা যান শাশুড়ি।

পরে নিহত ব্যক্তির মেয়ে বাদী হয়ে হেলাল উদ্দিন মানিককে প্রধান আসামি করে মামলা করেন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন মানিক। তিনি একই এলাকার ফরিদুল ইসলামের ছেলে।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট