হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে শাশুড়ি হত্যা মামলায় মেয়ের জামাই কারাগারে

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

হেলাল উদ্দিন মানিক। ছবি: সংগৃহীত

শাশুড়ি হত্যা মামলায় চট্টগ্রামের আনোয়ারায় পলাতক মেয়ের জামাই হেলাল উদ্দিন মানিককে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার রাতে কক্সবাজারের হোটেল-মোটেল জোন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গ্রেপ্তার মানিক ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন। র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তারের পর আজ সকালে তাঁকে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, প্রেমের সম্পর্কে নিজের ফুফাতো বোনকে বিয়ে করেন তিনি। তাঁদের সংসারে এক বছরের একটি ছেলে রয়েছে। স্ত্রী একটি পোশাক কারখানায় চাকরি করেন। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ও পারিবারিক কলহের জেরে গত ৯ মার্চ শাশুড়ির মাথায় গাছ দিয়ে আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলে মারা যান শাশুড়ি।

পরে নিহত ব্যক্তির মেয়ে বাদী হয়ে হেলাল উদ্দিন মানিককে প্রধান আসামি করে মামলা করেন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন মানিক। তিনি একই এলাকার ফরিদুল ইসলামের ছেলে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল