হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ছেলের মৃত্যুর খবরে ১ ঘণ্টা পর মারা গেলেন মা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ছেলে মারা যাওয়ার এক ঘণ্টা পর মারা গেলেন মা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগর মিয়া মারা যান। এর এক ঘণ্টা পর মা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান।

জেলার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার উত্তর পাড়ায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। তাঁরা হলেন ইদ্রিস মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (৬৫) ও তাঁর ছেলে সাগর মিয়া (৩৮)।

মৃতের পরিবারের লোকজন জানান, সাগর মিয়ার আগে থেকেই হার্টের সমস্যা ছিল। গতকাল সকালে তাঁর হার্ট অ্যাটাক করলে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর সংবাদ শুনে সাগরের মা হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নিলে রাত ১০টার দিকে তিনিও মারা যান।

একই সঙ্গে মা-ছেলের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাছিহাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল-আমিন পাভেল বলেন, সাগর মিয়া পেশায় অটোরিকশাচালক। সাগরের মৃত্যুর সংবাদ শুনে তাঁর মাও মারা যান। ঘটনাটি হৃদয়বিদারক।

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু