হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ছেলের মৃত্যুর খবরে ১ ঘণ্টা পর মারা গেলেন মা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ছেলে মারা যাওয়ার এক ঘণ্টা পর মারা গেলেন মা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগর মিয়া মারা যান। এর এক ঘণ্টা পর মা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান।

জেলার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার উত্তর পাড়ায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। তাঁরা হলেন ইদ্রিস মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (৬৫) ও তাঁর ছেলে সাগর মিয়া (৩৮)।

মৃতের পরিবারের লোকজন জানান, সাগর মিয়ার আগে থেকেই হার্টের সমস্যা ছিল। গতকাল সকালে তাঁর হার্ট অ্যাটাক করলে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর সংবাদ শুনে সাগরের মা হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নিলে রাত ১০টার দিকে তিনিও মারা যান।

একই সঙ্গে মা-ছেলের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাছিহাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল-আমিন পাভেল বলেন, সাগর মিয়া পেশায় অটোরিকশাচালক। সাগরের মৃত্যুর সংবাদ শুনে তাঁর মাও মারা যান। ঘটনাটি হৃদয়বিদারক।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক